বিলাইছড়ি নতুন ইউএনওকে শিল্পকলা একাডেমির বরণ

112

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে নতুন যোগদানকৃত ইউএনও ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি সিফাত উদ্দিন কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান (নারী) উৎপলা চাকমা, ইউএনও’র সহধর্মিনী এবং অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আনন জামান প্রমূখ।

পরে শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবেশনাশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় নতুন ইউএনও তার পরিবারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। ইউএনও এই সময় উপজেলা শিল্পকলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখতে এবং আরো বেগবান করানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।