॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির স্থানীয় এনজিও ‘টংগ্যা’ কর্তৃক বাস্তবায়নাধীন “আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ” শীর্ষক প্রকল্পের অধীনে বিলাইছড়ি উপজেলার কর্ম এলাকার বিভিন্ন পাড়ায় কমিউনিটি এন্ট্রি সভার আয়োজন করা হয়েছে।
সভায় সংস্থার পরিচিতিসহ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করা হয়। এছাড়া প্রকল্পের কার্যক্রম যেমন কিশোর-কিশোরী ক্লাব, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা ইত্যাদির উপর ধারণা ও ব্যাখ্যা প্রদান করা হয়।
১৮ আগস্ট ২০২০ তারিখ হতে যথাক্রমে তক্তানালা দক্ষিণ পাড়া, তক্তানালা উত্তরপাড়া, গোয়াইনছড়ি পাড়া, এগুজ্যাছড়ি পাড়া, যমুনাছড়ি বমপাড়া ও ওড়াছড়ি পাড়ায় কমিউনিটি এন্ট্রি সভা আয়োজন হয়ে আসছিল। এ সময় সংস্থায় কর্মরত মনিটরিং এন্ড ইভ্যালিইয়েশন অফিসার (এমএন্ডইও) ধন বিকাশ চাকমা ও কমিউনিটি সহায়ক সোনাধন চাকমা উপস্থিত ছিলেন।
রোববার (২৩ আগস্ট) পাংখোয়া পাড়ায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, সংস্থায় কর্মরত সহায়ক সোনাধন চাকমা। পাড়াবাসীর প্রতিনিধি ছিলেন, ৮নং ইউপি ওয়ার্ড সদস্য চোয়ানলেই পাংখোয়া, কার্বারী লিয়ান থাং পাংখোয়াসহ পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।