বিলাইছড়িতে নানা আয়োজনে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উৎসব শুরু

360

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

সোমবার (১১ এপ্রিল) থেকে বিলাইছড়িতেও নানা আয়োজনে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব উদযাপন শুরু হয়েছে। সকালে এ উপলক্ষে বিজু উদযাপন কমিটি ও দোল জিংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বাজার ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা করা হয়।

পরে উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাহাড়ি জনগোষ্ঠীর স্ব-স্ব পোশাক পরিধান করে এক আনন্দশোভা যাত্রা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্টেডিয়ামে এসে শেষ করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মূল অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময় বিজু উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, দোল জীংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, অনুুষ্ঠান উদযাপন কমিটির সদস্য রঞ্জন তঞ্চঙ্গ্যা, মনীষা দেওয়ান ও বাপ্পি চাকমা প্রমূখ। পরে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা ও দোল জীংহানী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।