॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
ফিলিপিন ভিত্তিক সংস্থা টিবটিবা ফাউন্ডেশনের অর্থায়নে ‘ডেভেলপ রোল মডেল অব হিল ওয়াটার রিসোর্সেস এন্ড ন্যাচারাল ফরেস্ট কনজার্ভেশন অব এথনিক কমিউনিটিস থ্রো ইয়ুথ এনগ্যাজমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় গরীব ও অসহায় সুফলভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটির স্থানীয় এনজিও সংস্থা ‘টংগ্যা’।
মঙ্গলবার (০৬ অক্টোবর) উপজেলা শিল্পকলা একাডেমীতে বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের ৬৯ পরিবার সুফলভোগীর মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সোয়াবিন, সাবান ১টি এবং সবজি বীজ বিতরণ করা হয়।
টংগ্যা’র ভাইস চেয়ার পার্সন নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও কেরনছড়ি মৌজা হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, টংগ্যা’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।