বিলাইছড়ি প্রতিনিধি
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিলাইছড়িতে জেলা পরিষদ রেস্ট হাউজ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই সাংস্কৃতিক সরঞ্জাম এবং ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব সাংস্কৃতিক ও ক্রিড়া সামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ঊষামং মারমা ও সাধারণ সম্পাদক মোঃ ইসহাকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া।