বিলাইছড়িতে ৫০ শয্যার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন দীপংকর এমপি

324

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার দুর্গম উপজেলা বিলাইছড়িতে ৫০ শয্যার নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স এর যাত্র শুরু হয়েছে। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের জাতীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নতুন স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। নতুন স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলার সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল তানভীর মাহুমুদ পাশা পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা ও নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।

প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদান কালে দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। অন্যান্য উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এরই অংশ হিসেবে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ বিশিষ্ট শয্যা থেকে ৫০ বিশিষ্ট শয্যায় উন্নীতকরণের মাধ্যমে এই নতুন ভবনটি নির্মাণ করা হলো।

যাতে করে সাধারন জনগন যেন স্বাস্থ্য সেবা পান। তিনি আরও বলেন, বিগত সময়ে এই উপজেলায় বিদ্যুৎ সংযোগসহ, রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান, এবং সাম্প্রতিক সময়ে এই উপজেলাসহ তিন পার্বত্য জেলার প্রাইমারী বেসরকারি শিক্ষকদের কে সরকারী করন করা হয়েছে। তাই উন্নয়ন হলো চলমান প্রক্রিয়া। তিনি উন্নয়নের জন্য সবাইকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান।