॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
১১ নভেম্বর ২য় ধাপে সারাদেশের মত বিলাইছড়ি উপজেলাতেও ৩ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে নৌকার ২ ও স্বতন্ত্র প্রার্থী ১ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১ নং বিলাইছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুনীল কান্তি দেওয়ান আনারস প্রতীক নিয়ে ২৬২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে ভদ্রসেন চাকমা পেয়েছেন ১৩০১ ভোট এবং টেবিল ফ্যান প্রতীকে নিথুন তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৯২৩ ভোট। ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রামাচরণ মার্মা ( রাসেল), নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৪০৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে সমতোষ চাকমা পেয়েছেন ১০৯৫ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে টিপু চাকমা পেয়েছেন ৯২৫ ভোট এবং আনারস প্রতীক নিয়ে অমরজীব চাকমা পেয়েছেন ৩৬৩ ভোট। ৩ নং ফারুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ৩২২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা পেয়েছেন ১৪৯৯ ভোট। চাথোয়াই রোয়াজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০৮২ ভোট এবং আনারস প্রতীকে জীবন বিকাশ তঞ্চঙ্গ্যা পেয়েছেন ৪৭৩ ভোট।