বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

468
বিলাইছড়ি প্রতিনিধি
বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) উপজেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে চেয়ারম্যানসহ মোট ৩ জনের করোনা সনাক্ত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ ৬ জনের নমুনা টেস্ট করে ৩ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে।  করোনা আক্রান্তরা হলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এবং অপর ২ জন উপজেলার বাসিন্দা।
চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা করোনা সনাক্তের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ২য় বার টেস্টের মাধ্যমে আমার করোনা পজিটিভ এসেছে। তবে তারা পরিবারের সবাই সুস্থ রয়েছেন বলে জানান।
উল্লেখ্য ,গত ২৬ জুলাই  উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী ,ছোট্ট মেয়ে ও নাতি একসাথে ৩ জনের দেহে করোনা সনাক্ত করা হয়।