॥ ইকবাল হোসেন ॥
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের নানাভাবে সহযোগীতা করায় স্থানীয় বিভিন্ন ব্যক্তি-সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি বলেন, ‘আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগীতায় হোটেল ও পরিবহন ভাড়া কমিয়ে দিয়ে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটির মানুষ’।
শনিবার (২৭ মে) রাঙামাটিতে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএসটিভুক্ত ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপাকালে এই মতামত ব্যক্ত করেন উপাচার্য সেলিনা।
রাঙামাটিতে শনিবার উৎসব মুখর পরিবেশ জিএসটিভুক্ত দ্বিতীয় ধাপের গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে চলে। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় রাঙামাটিতে সি-ইউনিটের ৩ হাজার ৮৮জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নাম লিখালেও শেষ পর্যন্ত অংশ নেয় ২ হাজার ৮৪০ জন শিক্ষার্থী; অনুপস্থিত ছিল ২৪৮ জন।
উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার জানান, মোট তিন দফায় রাঙামাটিসহ সারাদেশের ১৯টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ জুন তৃতীয় ধাপে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনের পরীক্ষার জন্য রাঙামাটির আওতায় ৭ হাজার ৫২০ জন শিক্ষার্থীর নাম নিবন্ধিত রয়েছে। রাঙামাটিতে তিন ইউনিট মিলিয়ে মোট ১৯ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা।
এদিকে পাহাড়ি জেলা রাঙামাটিতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের স্বজনদের জন্য স্থানীয় হোটেল-মোটেল ও যাত্রীবাহি যানবাহনগুলোতে ২০শতাংশ হ্রাসকরা মূল্যে সেবা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে রাঙামাটির মানুষ। এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য তথ্যসেবা কেন্দ্র স্থাপন স্থাপন করে সহযোগীতা করে। পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীর ব্যাগ হারিয়ে হারিয়ে যাওয়ার অভিযোগ পাওয়ার পর এক ঘন্টার মধ্যে তা উদ্ধার করে পরীক্ষার্থীর হাতে হস্তান্তর করে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।