বিশ্ব পর্যটন দিবস উদযাপনে রাঙামাটিতে প্রস্তুতি সভা

427

॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব পর্যটন দিবস-২০১৭ উদযাপনের লক্ষ্যে রোববার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

সভায় আগামী ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের দিন সকালে ব্যানার ফেস্টুনযোগে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইন্সটিটিউট পর্যন্ত মোটর বাইক র‌্যালী ও র‌্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পরিষদের পর্যটন বিভাগের আহবায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, রাঙামাটি পর্যটন কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা, হোটেল, লঞ্চ, বোট মালিক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।