বিশ্ব ভালবাসা দিবসে আসছে শিল্পী দেবু’র ‘মায়াবী মুখ’

724

॥ স্টাফ রিপোর্টার ॥

এবার বিশ্ব ভালবাসা দিবসে মুক্ত পাচ্ছে জাত শিল্পী দেবু চক্রবর্তীর প্রথম মৌলিক গান “মায়াবী মুখ”। শিল্পী হিসেবে এবং মিউজিয়ান হিসেবে রাঙামাটি জেলার প্রায় সকলেরই চেনা মুখ দেবু এবারই প্রথম মৌলিক গান নিয়ে দর্শকদের সামনে আসছেন।

১৪ই ফ্রেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মুক্তি পাবে “মায়াবী মুখ”। দেবু চক্রবর্তী যাকে সবাই দেবু নামেই চেনে। জেলার যেকোন কনসার্ট বা সামাজিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতিই সব বয়সী সঙ্গীতপ্রেমিদের মানসপটে জায়গা করে নিয়েছে দেবু। ২০১০ সাল থেকে সঙ্গীত জগতে দেবুর পথচলা শুরু, কীবোর্ড বাজানোর পাশাপাশি গানও করে থাকেন তিনি। তবে এতদিন কোনো মৌলিক গান নিয়ে এভাবে প্রকাশ্যে আসেননি।

অনেকদিনে ইচ্ছো থেকেই এবার প্রথম ভালোবাসা দিবসে রঞ্জন চক্রবর্তীর কথায় ও নিজের সুরে, কম্পোজিশন ও স্টুডিও জিকস ইউফোনিক গ্যারেজের মাধ্যমে আসতে যাওয়া “মায়াবী মুখ” গানটি দেবু চক্রবর্তী ভালোবাসা দিবসে সবাইকে উৎসর্গ করেছেন।