বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ঘিরে ইয়ুথ’র নানা আয়োজন

140

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রতি বছরের ন্যায় রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ) ও প্রয়াত সাংবাদিক মোস্তফা কামালের স্বরণে গঠিত ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে অর্ধ শতাধিক শিশুদের নিয়ে চিত্রাংকন নপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা মো. আবু সৈয়দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সংগঠনটির উপদেষ্টা মো. জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সংগঠনটির উপদেষ্টা সুফিয়া কামাল ঝিমি। ইয়ুথের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন এর সঞ্চালায় সভাপতিত্ব করেন আয়োজনের আহ্বায়ক ম্যারেলির এনি মারমা।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সৈয়দ- উপস্থিত অভিভাবকদের বলেন- শিশুদের মোবাইল ফোনের প্রতি আশক্তি বর্তমানে বৈশ্বিক একটি সমস্যা। আপনারা শিশুদের চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিভা বিকাশের মতো কাজে ব্যস্ত রেখে মোবাইলের প্রতি আশক্তি থেকে বিরত রাখতে পারেন। তিনি শিশুদের হাতে মোবাইল দিলেও শিক্ষা মূলক বিষয় গুলো যাতে তারা দেখে এবিষয়ে খেয়াল রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। এছাড়াও তিনি রাঙামাটি শিশু পার্কে নির্দিষ্ট একটি সময় বিন্যামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করার জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসককে আহ্বান জানান।

এসময় মো. আবু সৈয়দ- ইয়ুথের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভার পর অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশগ্রহণকারী সকল শিশুর হাতে পুরস্কার তুলে দেন।
এরপর প্রধান অতিথি ব্যবসায়ী নেতা মো. আবু সৈয়দ ও বিশেষ অতিথি সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল উদ্দীনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদের রাঙামাটি পার্ক পরিদর্শন ও খেলাধুলা করার সুযোগ করে দেন। এসময় অনুষ্ঠানের সকল অতিথি ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এভাবে পার্কে খেলাধুলার সুয়োগ পেয়ে শিশুরা আনন্দ উদ্দীপনায় মেতে উঠে এবং তাদের ইচ্ছে মতো বিভিন্ন রাইড উপভোগ করে। এসময় শিশুদরে চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠে।