বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ঘিরে শিশু একাডেমির বর্ণাঢ্য আয়োজন

91

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আগামী সোমবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শিশু কিশোরদের চিত্রাংকন, কন্যা শিশু দিবস উপলক্ষে সংগীত, তবলা প্রতিযোগিতা (ছেলে ও মেয়ে অংশগ্রহণ করতে পারবে) বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত শিশু ও প্রাক-প্রাথমিক শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিযোগিতার নিয়মাবলী নি¤œরূপঃ চিত্রাংকন প্রতিযোগিতাঃ ০২ অক্টোবর সকাল সাড়ে ৯টায়। “ক” বিভাগ: ১ম শ্রেণি হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়ঃ ইচ্ছামতো। “খ” বিভাগ: ৪র্থ শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়: শিশু অধিকার। “গ” বিভাগ: ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়ঃ শিশুর সুরক্ষা। প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ গ্রহন করতে পারবে।

সংগীত প্রতিযোগিতাঃ ৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায়। “ক” বিভাগ: ১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়ঃ দেশের গান। “খ” বিভাগ: ৫ম শ্রেণি হতে ৮ম শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়: ঐ।
তবলা প্রতিযোগিতাঃ ৫ অক্টোবর সকাল সাড়ে ৯টায়। “ক” বিভাগ: ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়: তবলা। “খ” বিভাগ: ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়: ঐ। চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে।