বিশ্ব শিশু দিবস ঘিরে শিশু একাডেমির নানা আয়োজন

147

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’২২ উদযাপন উপলক্ষে আগামী ০৩/১০/২০২২ তারিখ সকাল ০৯-৩০টায় বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা কর্তৃক বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শিশু কিশোরদের চিত্রাংকন, কন্যা শিশুদের সংগীত প্রতিযোগিতা, তবলা প্রতিযোগিতা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত শিশু ও প্রাক-প্রাথমিক শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ী শিশুদের মাঝে প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরন করা হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী নিম্মরূপঃ ১। চিত্রাংকন প্রতিযোগিতাঃ ০৩/১০/২০২২ তারিখ সকাল ০৯.৩০টা। ‘‘ক’’ বিভাগঃ ১ম শ্রেণি হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ ইচ্ছেমতো। ‘‘খ’’ বিভাগঃ ৪র্থ শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শিশু অধিকার। ‘‘গ” বিভাগঃ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ শিশুর সুরক্ষা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ গ্রহন করতে পারবে।

২। সংগীত প্রতিযোগিতাঃ ০৪/১০/২০২২ তারিখ সকাল ০৯.০০টা। ‘‘ক’’ বিভাগঃ ১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ দেশের গান। ‘‘খ’’ বিভাগ ঃ ৫ম শ্রেণি হতে ৮ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ দেশের গান।

৩। তবলা প্রতিযোগিতাঃ ০৪/১০/২০২২ তারিখ সকাল ০৯.০০টা। ‘‘ক’’ বিভাগ ঃ ১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃ তবলা। ‘‘খ’’ বিভাগ ঃ ৫ম শ্রেণি হতে ৭ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃঐ। ‘‘গ” বিভাগঃ ৮ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রীবৃন্দ, বিষয়ঃঐ।
স্থানঃ শিশু একাডেমি মিলনায়তন।

উল্লেখ্য- চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে।