বৃক্ষরোপন

335

স্টাফরিপোর্ট- ১৯ জুলাই ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি):  প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০লক্ষ শহীদদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি ঘিরে বুধবার রাঙামাটি শহরের আল আমিন ফাজিল ডিগ্রী মডেল মাদ্রাসায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়। এ সময় পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওঃ শাহজাহান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল আলম ছিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সহায়তা

রাঙামাটি অটোরিক্স্রা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের জন্য সমিতির পক্ষ থেকে প্রদেয় এক লক্ষ টাকার এককালীন পারিবারিক সহায়তা বিতরণের অংশ হিসেবে গতকাল বৃধবার  প্রয়াত টেক্স্রী চালক মনোরঞ্জন দাশের (সদস্য নং ৯৮৩/৬৩৯) স্ত্রী রতœা রাণী দাশের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এসময় রাঙামাটি প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক রাঙামাটি  সম্পাদক আনোয়ার আল হক এবং সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।