॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, ভাইস চেয়ারম্যান তারেক রহমান’র মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ও কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী মুক্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে ছাত্রদলের শতশত নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সহ-সভাপতি মানিক আহম্মেদ, আবু সুফিয়ান রেজা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলুসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।