বেতবুনিয়ায় জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন

628

p.......7

কাউখালী প্রতিনিধি, ১৩ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের জনবহুল এলাকা গুইয়াতল শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বেতবুািনয়া গুইয়াতল শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউ পি মেম্বার মো. গোলাম মোস্তফা (সেলিম মেম্বার)। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং বেতবুনিয়া মডেল ইউ পি চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী। বক্তব্য রাখেন আ’লীগ কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা, যুবলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও ঠিকাদার মো. মনির হোসেন, ব্যাবসায়ী মো. নুরু সওদাগর, গুইয়াতল শাহী জামে মসজিদে ভুমি দাতার ছেলে মো. হাবিবুর রহমান, মেম্বার মো. হেলাল উদ্দিন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্চাসেবক লীগ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান। প্রধান অতিথি কর্তৃক মসজিদের ভিত্তি প্রস্থরের ফলক উন্মোচনশেষে মাওলানা মো. সিরাজুল ইসলাম রিজভী দোয়া পরিচালনা করেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান