॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশের দুই তৃতীয়াংশ মানুষ এখনও শ্রমজীবী, কাজেই আক্ষরিক অর্থে বৈষম্যহীন সমাজ গড়তে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই মন্তব্য করে রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম বলেছেন, শ্রমজীবী মানুষদের বঞ্চিত করে কাক্সক্ষখীত উৎপাদন আশা করা যায় না। আর ইসলাম শ্রমিকদের মজুরীকে অগ্রধিকার দেয় বলেই এই আদর্শের কাছে শ্রমিকরা সব সময় নিরাপদ ছিল এবং থাকবে।
জামায়াত আমীর মহানবী হয়রত মোহাম্মদ (দঃ) ই সভ্যতার ইতিহাসে প্রথম শ্রমিক অধিকারের বিষয়টিকে রাষ্ট্রীয় কাটামোয় নিয়ে এসেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানবীর সেই আদর্শ বাস্তবায়নের জন্য এদেশের শ্রমজীবী মানুষদের সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় প্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছর মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কারণে আমরা এই ভালো কথাগুলো মাঠে ময়দানে সঠিকভাবে পৌঁছাতে পারিনি।
তিনি বলেন, ছাত্র জনতার গণ্য অভ্যুত্থানের মাধ্যমে আজ মানুষের কথা বলার জন্য যে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামী ভাবধারায় বিশ্বাসী শ্রমজীবী মানুষে ইসলামী আদর্শের এই সুন্দর কথাগুলো সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শ্রমিকদের সুখে দু:খে পাশে থাকতে হবে। সবাইকে এক ছাতার নীচে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের আদর্শ এবং অধিকারের কথা বলতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাঙামাটিতে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সংগঠনটির জেলা পর্যায়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার আমীর অধ্যাপক আব্দুল আলীম এই মন্তব্য করেন।
সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটি পুণর্গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মু. আব্দুস ছালাম এবং জেলা সেক্রেটারি নির্বাচিত হন এডভোকেট জিল¬ুর রহমান। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক নির্বাচন পরিচালনা করেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন সভাপত্বি করেন বিদায়ী সভাপতি মাও: এ বিএম তোফায়েল উদ্দীন। জেলা সেক্রেটারি এডভোকেট জিল¬ুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মু. মনছুরুল হক, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোখতার আহমেদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট হারুন অর রশিদ ও ছাত্র নেতা শহিদুল ইসলাম সাফি প্রমূখ।
সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।