স্টাফরিপোর্ট- ১৩ নভেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি):
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকিং খাতে ২০১৭-২০১৮ করবর্ষে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান এমপি ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি এর নিকট থেকে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম ১২ নভেম্বর ২০১৮ সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেরা করদাতা সম্মাননা ২০১৮ অনুষ্ঠানে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড গ্রহণ করেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।