বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে বই উৎসব

99

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলার আওতাধীন মগবান ইউনিয়নের সুরবালা স্মৃতি বিদ্যাপীঠে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন- রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমার সভাপতিত্বে এবং লাইব্রেরিয়ান চিরনজীৎ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারি প্রধান শিক্ষক জয়ীতা তালুকদার ও সিনিয়র শিক্ষক অভিজীৎ চক্রবর্তী। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসরিন ইসলাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়ায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন সংস্কার, শহিদ মিনার স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন করে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী পরিদর্শন করেন।