॥ স্মৃতিবিন্দু চাকমা ॥
জুরাছড়ি উপজেলা সদর থেকে ২দিন পাঁয়ে হেঁটে গিয়ে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা ৪ নং দুমদুম্যা ইউনিয়নের বগাখালী এলাকার মানুষের জীবনযাত্রা ও সমস্যাদি পর্যবেক্ষণে সরেজমিনে করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
যাত্রার পথে ৩নং মৈদং ইউনিয়নের আমতল, দুমদুম্যা ইউনিয়নের নাকশতুলী, গন্ধাছড়া পাংখোয়াদের সাথে এবং বগাখালী এলাকায় ছোট কুড়াইদে, আনন্দপাড়া এলাকাবাসীর সঙ্গে উন্নয়নমূলক কাজের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখহাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন এবং বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি প্রদান করেন। ২৪ শে নভেম্বর (মঙ্গলবার) থেকে এ সফর করেন তিনি।
এ সময় গন্ধাছড়া গ্রামের হেডম্যান চুঙুর পাংখোয়া জানান, ৩০ বছর ধরে তাদের পাংখোয়া পাড়ায় পানি সাপ্লাই এর বিষয়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে,এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই এবার জুরাছড়ি উপজেলা পরিষদ জেনারেটরের মাধ্যেমে অতি সম্প্রতি পানির সুব্যবস্থা করে দেওয়ার জন্য কথা দিয়ে আসলেন পাংখোয়াদের।
অপরদিকে আগামী অর্থ বছরে বগাখালি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে সিঁড়ি,বাজার সেট নির্মাণ,যাত্রী ছাউনি, খেলার মাঠ পর্যায় ক্রমে করা হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
তিনি আরো জানান,আমাদের উপজেলা পরিষদ তথা প্রশাসন বগাখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়নের লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে,যাহাতে এই প্রত্যন্ত এলাকা থেকে উচ্চ শিক্ষা লাভ করতে পারে সেজন্য এলাকাবাসীর সর্বাক্তক সহযোগীতা প্রয়োজন।
উল্লেখ্য যে,সীমান্তবর্তী এলাকায় যাহাতে কোন প্রকার চোরাচালান কিংবা আইন শৃংঙ্খলা অবনতি না ঘটে সেজন্য সকলকে দৃষ্টি রাখার জন্য আহব্বান জানান।
২৪শে নভেম্বর বগাখালী উদ্দেশ্যে সফর সঙ্গী হিসেবে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা,১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকম,২নং বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ৩নং মৈদং ইউনিয়নের ভাঃ চেয়ারম্যান রোহিনী কুমার চাকমা, ৪নং দুমদুম্যা ইউনিয়নের ভাঃ চেয়ারম্যান সাধন কুমার চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা,মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা, জুরাছড়ি স্বাস্থ্য সহকারি বিশ^জিৎ চাকমা,প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি প্রতি বিন্দু চাকমা,কৃষি বিভাগের শুভক্ষণ খীসা ও সমিরণ চাকমা প্রমূখ।
এছাড়া ১,২,৩, নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন বগাখালি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে নগদ অর্থ অনুদান,বিভিন্ন গবীর অসহায় দুঃস্থ পরিবার ও ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ সহায়তা দান সহ মঙ্গলধন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।