॥ স্টাফ রিপোর্টার ॥
ভয়াবহ অগ্নিকান্ডে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজার পুড়ে ছাই হয়েছে। রোববার মধ্যরাতে সংঘটিত এ অগ্নিকান্ডে প্রায় ৩০ টি দোকান ও বাসা পুড়ে যায়। বরকলে কোনো ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে হঠাৎ একটি দোকানের সামনের অংশে থেকে আগুনের ফুলকী দেখা দেয়। আগুন লাগার সাথে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি ছোট হরিণা বিজিবি সদস্যরা এসে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এদিকে রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।