ভাসান্যাদম ইউনিয়নের ইসমাইল এখন জনপ্রিয়

757

॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার দূর্গম ভাসান্যাদাম ইউনিয়নের ৮নং চাইল্যাতলী ওয়ার্ডের পরপর ২বার নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিবেদিত করেছেন। আর তিনি ১ম মেয়াদে জনকল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করায় এলাকাবাসী তাকে ২য় মেয়াদে নির্বাচিত করেছে এবং তিনি পূর্বের ন্যায় জনস্বার্থে ২য় মেয়াদেও কাজ করে যাচ্ছেন।

ভাসান্যাদাম ইউনিয়নের ৮নং পূর্ব-চাইল্যাতলী ওয়ার্ডের ইউপি সদস্য হওয়া এবং এলাকায় কি কি দৃশ্যমান উন্নয়ন করেছেন এবিষয়ে মোহাম্মাদ ইসমাইল বলেন, আমি খুবই সাধারণ পরিবারের ছেলে। হঠাৎ ২০১০সালে তৎকালীন জনপ্রতিনিধিদের কার্যক্রম দেখে পূর্ব-চাইল্যাতলী ওয়ার্ডের জনসাধারণকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে আমার মনে জনপ্রতিনিধি হওয়ার আশা জাগে। এরই পরিপ্রেক্ষিতে আমি ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেই। আল্লাহর অশেষ রহমতে, এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায় ২০১২ সালের জুন মাসে নির্বাচনে জয়লাভ করি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের সেবা করে যাচ্ছি। তাই আমার কর্মকান্ডে এলাকাবাসী আমাকে ২য় বারও ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছে। ইনশাআল্লাহ আগামীতেও এলাকাবাসী গত ২বারের নির্বাচনের মতো পাশে থাকবে বলে আমি আশাবাদী।

তিনি দায়িত্বপালনরত অবস্থায় জনস্বার্থে যেসকল কাজ করেছেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য- ২০১৫ সালে ইউএনডিপির প্রকল্প প্রাপ্ত হয়ে ৭লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে একটি বক্স কালভার্ড নির্মাণ। পিছিয়ে পরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সীমিত বাজেট দিয়ে খন্ড খন্ড প্রকল্প বাস্থবায়ন করে প্রায় ৪ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে।

২০১৫ সালে কবিখা প্রকল্পের মাধ্যমে ১০টি ও নিজ অর্থয়নে ১০টি সোলার প্যানেল পুরো প্যাকেজ মোট ২০টি পরিবারের হাতে তুলে দিয়েছি। ইউনিয়ন পরিষদ কর্তৃক বরাদ্দকৃত খাদ্য শস্য এবং ভিজিএফ রেশন কার্ড যোগ্যতানুসারে সঠিক ব্যক্তিরদের মাঝে বন্টন করেছি। উপজেলা পরিষদের অর্থায়নে বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিতের লক্ষ্যে ২টি রিং ও ৪টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

এর পাশাপাশি অত্র এলাকার মানুষের জীবনমান উন্নয়নের  লক্ষ্যে মোহাম্মদ ইসমাইল’র চেষ্টার বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরের তৎকালীন সেক্টর কমান্ডারের সার্বিক সহযোগিতায় রাগিব রাবেয়া ট্রাস্ট’র অর্থায়নে চাইল্যাতলীতে প্রায় ৮০লক্ষ টাকা ব্যায়ে  করিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে।

এরফলে উক্ত এলাকাসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরাও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারছে। লংগদু উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় “চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি” এর সভাপতি হিসেবে তিনি ২য় মেয়াদে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন।