ভিবিডি রাঙামাটি শাখায় আবারো সভাপতি তন্ময়

362

॥ স্টাফ রিপোর্টার ॥
ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র(ভিবিডি) রাঙামাটি বোর্ড নির্বাচন সম্পন্ন হয়েছে। ঢাকা হতে অনলাইনের মাধ্যমে সারাদেশে একযোগে ৪১টি জেলায় এই নির্বাচন পরিচালিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম তন্ময়।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মৌটুসী কর্মকার, সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ ইসলাম ফারুক, প্রকল্প কর্মকর্তা হিসেবে মোঃ আসাদুজ্জামান,  মানব সম্পদ কর্মকর্তা হিসেবে সুহার্ত চাকমা, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ যোবায়েদ এবং জনসংযোগ কর্মকর্তা হিসেবে মীর হাছিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

সভাপতি জহিরুল ইসলাম তন্ময় জানান, ২০২০ বোর্ড নির্বাচনের তিন মাসের মাথায় করোনা মহামারীর লকডাউনের কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চালানো সম্ভব না হলেও বছরের শেষের দিকে আমরা সফলতার সাথে বেশ কিছু প্রজেক্ট সম্পন্ন করেছি। আশা করছি নতুন বোর্ড মেম্বারদের নিয়ে সাংগঠনিক কাজ দক্ষতার সাথে পালন করে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।