ভূট্টোর গণসংযোগে কেন্দ্রীয় নেতা জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে

506

p...3

আলমগীর মানিক, ২৬ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি :  নির্বাচন কমিশনের আচরণ মোটেও নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল অবঃ রুহুল আলম চৌধুরী। তিনি বলেন এ নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই। পৌর নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচন কমিশনকে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে; আর পৌর নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে ধানের শীষের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেনা, কারন আমরা জরিপ করে দেখেছি আপামর জনগণ অপেক্ষায় আছে নৌকার বিপক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। যেখানেই সুষ্ঠ নির্বাচন হবে সেখানেই বিএনপির প্রার্থী জিতবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা। বৃহস্পতিবার রাঙামাটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর ধানের শীর্ষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে সাবেক এই সেনা কর্মকর্তা জানান, এই নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ ছিলো না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমান মেয়াদে এটাই হয়তো আপনাদের শেষ নির্বাচন। তাই শেষ মুহুর্তে অন্তত একটি ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করুন। গণসংযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম, বিএনপি নেতা এডভোকেট দীপেন দেওয়ান, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য রবীন্দ্র লাল চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান