॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
বরকল উপজেলার দুর্গম ভূষণছড়া ছাগল চরানো নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারিতে একই এলাকার ৩জন গুরুতর আহত অবস্থায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। গত (৮অক্টোবর) বৃহস্পতিবার বিকালে ভূষণছড়া বাজার সংলগ্ন মীরপাড়া এলাকায় এঘটনা ঘটে।
মারামারির প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ,মোঃ ইলিয়াছ ও মোঃ হানিফ জানান, বাদী মহরম আলী এবং বিবাদী শাহাদাত ও মোতালেব হোসেন মধু পরস্পর উভয়েই প্রতিবেশী। বৃহস্পতিবার বিকালে বিবাদীগণের জমিতে বাদীর একটি ছাগল ঘাস ক্ষেতে দেখে বিবাদীরা এতে বাঁধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে এতে এক পর্যায়ে বিবাদীগণ বাদীগণের উপর চরম ভাবে হামলা চালায়। এতে বাদীগণের মধ্যে ৩জন গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-আবুল কালাম(৪১),মোঃ কামাল(৩৫),দিলোয়ারা বেগম(৫০)ও মহরম আলী (৬০)।
বরকল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কাজী জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যার মধ্যে মামলা হবে। তদন্তের জন্য ঘটনাস্থলে থানা হতে পুলিশ পাঠনো হয়েছে। দুর্গম ও নদী পথ হওয়াতে তদন্ত করতে একটু দেরি হচ্ছে।