ভেদভেদীতে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

109

॥ স্টাফ রিপোর্টার ॥

মধ্যরাতে রাঙামাটি শহরের ভেদভেদীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টায় ভেদভেদী বিদ্যুৎ অফিসের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। এতে করে এক পাশের টেলিকম দোকানের ৩টা ল্যাপটপ ও ফটোকপি মেশিনসহ অন্যান্য সকল সরঞ্জাম সম্পূর্ণ জ্বলে যায়। অপর পাশের মুদির দোকানের মালামাল আগুনের সংস্পর্শে এসে এবং পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। কিছু মালামাল স্থানীয়দের সহযোগিতায় রক্ষা করা সম্ভব হয়েছে। দোকানদাররা প্রাথমিক ভাবে জানায় তাদের প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।