॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী ভেদভেদীতে নেতা-কর্মীদের নিয়ে তার নির্বাচনী অফিস উদ্বোধন করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মাধ্যমে নৌকার প্রচারণা করেছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপি তিনি ভেদভেদীর জালালাবাদ কলোনী, পূর্ব মুসলিম পাড়া, রাজমনি পাড়া, দক্ষিণ মুসলিম পাড়া, সনাতন পাড়া, পোস্ট অফিস কলোনী, নতুন পাড়া, মাদ্রাসা পাড়া, বিদ্যুৎ কলোনীতে শত শত নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেছেন।
এসময় জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম। আওয়ামীলীগ নেতা সমীর মজুমদার, মো. ফজলুল করিম, মো. ফজলুল হক, মো. রফিকুল হক, মো. শহিদুল আলম স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন, সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, জেলা ছাত্রলীগের উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার, আব্দুল হাই, নরেশ মজুমদারসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আকবর হোসেন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আরেকবার মনোনয়ন দেওয়ার মাধ্যমে সুযোগ দিয়েছেন। তাই আমি নির্বাচিত হলে চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব।