ভোক্তা অধিকার আইন নিয়ে রাঙামাটিতে সেমিনার

436

p...3

স্টাফ রিপোর্টার, ৮ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল হক, জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার সহকারী কমিশনার সৈয়দ মাহবুবুল হকসহ প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতা এবং গণ্যমান্য কর্মিরা সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে বলা হয়, অসৎ ব্যবসায়ীদের নানা প্রতারণা এবং বাজারে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে তাদের প্রশাসনকে বিরুদ্ধে কঠোর হতে হবে। এ জন্য অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা প্রয়োজন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান বলেন, নিরাপদ পণ্য ও তার সেবা নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগের পাশাপাশি এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

তবে অধিকার বিরোধী কার্যে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় হবে।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান