মকছুদ আহমেদকে সম্মাননা দিচ্ছে লংগদু প্রেসক্লাব

387

॥ স্টাফ রিপোর্টার ॥
পাহাড়ে সাংবাদিকতা পথিকৃত চারণ সাংবাদিক ও দৈনিক গিরি দর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদকে সম্মাননা দিচ্ছে লংগদু প্রেসক্লাব। প্রবীণ এই সাংবাদিকের পেশায় ৫০ বছরপূর্তি ঘেরে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী রোববার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হবে। একই অনুষ্ঠানে ‘পাহাড়ের সংবাদপত্র ও প্রকাশনা সমাচার’ গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হবে।

আয়োজক লংগদু প্রেসক্লাব জানিয়েছে এ অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন লংগদু সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী পিএসসি। অনুষ্ঠানে  সভাপতিত্ব করবেন,  লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান।

এতে বিশেষ অতিথি থাকবেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল বারেক সরকার,  লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন, উজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সকাল ১১টায় অনুষ্ঠেয় এ মহতি অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।