মহসিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি

108

॥ স্টাফ রিপোর্টার ॥

পর্যটন রোডে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় খেলোয়ারদের সমন্বয়ে ঘরোয়াভাবে অনুষ্ঠিত মহসিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবি সীমান্ত সম্ভার সংলগ্ন মাঠে টান টান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেষ্টার সিটি।

দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখ ২ গোল করে সমতায় ফিরলেও বার বার আক্রমণ করার পরেও কোন দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বায়ার্ন মিউনিখকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ম্যানচেষ্টা সিটি।

খেলার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সবুজ সংঘ ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শফি, যুগ্ম-সম্পাদক মুজিবুল হক, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন বালিসহ বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ইকবাল হোসেন।

এসময় অতিথিরা রেফারি, সেরা গোলদাতা, সেরা খেলোয়ার, সেরা গোলরক্ষক, সেরা উদীয়মান খেলোয়ারসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।