॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০২ (দুই) দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, প্রভাত ফেরী ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শহিদ আবদুল আলী মঞ্চে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নিয়মাবলী নিম্মরূপ:
চিত্রাংকন প্রতিযোগিতা, ২০ ফেব্রুয়ারি সকাল ৯টাঃ ‘ক’ বিভাগ- নার্সারী থেকে ৩য় শ্রেণি, বিষয়: ইচ্ছামতো। ‘খ’ বিভাগ- ৪র্থ থেকে ৭ম শ্রেণি, বিষয়: শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন। ‘গ’ বিভাগ- ৭ম থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারি সকাল ৯টাঃ ‘ক’ বিভাগ, নার্সাারী থেকে ২য় শ্রেণি, বিষয়ঃ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ‘খ’ বিভাগ, জাতীয় সংগীত।
বিঃদ্রঃ প্রতিযোগিতায় কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে হবে।