॥ স্টাফ রিপোর্টার ॥
মহান স্বাধীনতা দিসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে এফপিএবি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬মার্চ) সকালে এফপিএবি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান এর সভাপতিত্বে এফপিএবি হল রুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত মুক্তিযুদ্ধা ফ্রন্টের মহাসচিব মাহবুব আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফপিএবি রাঙামাটি শাখার কোষাধ্যক্ষ এডভোকেট আবুল কালাম আকাশ, রাঙামাটি শাখার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, বেসরকারী উন্নয়ন সংস্থা পাড়ার নির্বাহী পরিচালক আব্বাস উদ্দীন। উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমি। সভা সঞ্চালনা করেন শাখার জেলা কর্মকর্তা অরুণ কুমার শীল।
আলোচনা সভার আগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।