মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় রাঙামাটি সদর চ্যাম্পিয়ন

350

॥ স্টাফ রিপোর্টার ॥
‘বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী আন্ত:উপজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা- ২০২১’ এ চ্যাম্পিয়ন হয়েছে, রাঙামাটি সদর উপজেলা মহিলা হ্যান্ডবল দল। শনিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দলটি ১৬-০৯ গোলের ব্যবধানে রাঙামাটি পৌর মহিলা হ্যান্ডবল দলকে পরাজিত করেছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মামুন এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম এর পরিচালনায় এসময় অতিথি ছিলেন, ডিজিএফআই এর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্ণেল ইমরান ইবনে-এ রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মারুফ আহমেদ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেকুজ্জ¥ান স্বপন, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দেসহ সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, সুস্থ্য থাকতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। বাংলাদেশ আজ খেলাধূলার দিক দিয়ে সফলতা দেখিয়ে দেশের সুনাম বাড়াচ্ছে। এসময় তিনি বিজয়ী দলসহ অংশ নেওয়া সকল দলকে অভিবাদন জানান।

আলোচনা শেষে আগত অতিথিরা চ্যাম্পিয়ন এবং রার্নারআপ দলকে ট্রফি প্রদান করেন। খেলায় শ্রেষ্ট গোলদাতার পুরুষ্কার অর্জন করেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা হ্যান্ডবল দলের খেলোয়ার তৃষা চাকমা। তিনি পুরো টুর্নামেন্ডে ২৯টি গোল করে সেরা গোলদাতার পুরুষ্কার ছিনিয়ে নিয়েছেন।

চলতি বছরের ০৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া টুর্নামেন্টে জেলার ৬টি মহিলা হ্যান্ডবল দল অংশ নিয়েছিলো।