মাইনীমুখ স্কুলে বাল্যবিবাহ ও ইভটিজিং সচেতনতা সভা

684

dsc_1994-8888888888888888888888
॥ লংগদু প্রতিনিধি ॥ বাল্যবিবাহ, ইভটিজিং ও কর্পোরাল পানিশমেন্ট বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক এক সভা গতকাল লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রীন হিল এর শিখা প্রকল্প লংগদু শাখা এই সভার আয়োজন করে।

স্কুলের মিলনায়তনে আয়োজিত সচেতন মূলক সভায় স্কুলের ভারঃ প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আয়বুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গ্রীন হিলের প্রোগ্রাম অডিটর বিটু দত্ত। আরমান খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ বড়–য়া ও সদস্য মোঃ জামাল উদ্দিন।

বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। শেষে বাল্যবিবাহ ও ইভটিজিং ও কর্পোরাল পানিশমেন্ট বিষয়ের উপর ছাত্র ছাত্রীদের নিয়ে প্রশ্ন উত্তর পর্বে তিন জন সেরা শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।