মাটিরাঙায় সাংবাদিকের ওপর হামলায় প্রেসক্লাবের নিন্দা

511

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥

মাটিরাঙ্গায় ভোরের কাগজ প্রতিনিধির উপর হামলার নিন্দা জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব। এক বিবৃতিতে এই হামলার জন্য দায়ী ব্যক্তি অবিলম্বের খুঁজে বের করে আইনের হাতে তুলে দেওয়ার দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, গত রোববার মাটিরাঙা উপজেলা বাজারে দৈনিক ভোরের কাগজের মাটিরাঙা উপজেলা প্রতিনিধি অন্তর মাহমুদের ওপর হামলা করা হয়। তবে কেন অন্তর মাহমুদের ওপর হামলা করা হয়েছে এবিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

হামলার পর থেকে অন্তর মাহমুদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বর্তমানে সে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহসভাপতি অলি আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।