মাদক ব্যবসায়ীর বাসায় অধিদপ্তরের অভিযান

413

॥ স্টাফ রিপোর্টার ॥

গোপন সংবাদের ভিত্তিতে রিজার্ভ বাজারে মাদক ব্যবসায়ী মোঃ বেলাল ও নাছিরের বাসায় অভিযান পরিচালনা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকার মোঃ বেলাল, পিতাঃ মো. আব্বাস আলী ড্রাইভারের বাসায় অভিযান চালানো হয়।
পরে রিজার্ভ বাজারের মহসীন কলোনী এলাকার মাদক ব্যাবসায়ী মোঃ নাছির, পিতাঃ মৃত মুন্নু মিয়ার বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযুক্তদের না পেয়ে তাদের বাসা তল্লাশি করা হয়। কিন্তু কোন ধরনের মাদক তাদের বাড়িতে পাওয়া যায়নি।

অভিযান পরিচালনার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা, উপ- পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, এএসআই লিটন কুমার নন্দী, সিপাহি সোহেল রানা, সালাউদ্দিন কাদের চৌধুরী, ফখরুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শিবনাথ কুমার শাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। কিন্তু আসামীদের বা তাদের বাড়িতে কোন প্রকার মাদক দ্রব্য পাইনি।