মানবাধিকার দিবসে রাঙামাটিতে র‍্যালী ও আলোচনা সভা

119

॥ স্টাফ রিপোর্টার ॥

“সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে মানবাধিকার দিবস পালিত হয়েছে। রোববার সকালে এই উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, নাসরিন সুলতানা, জাতীয় মানবাধিকার কমিশনের রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা, মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। এই অধিকার রক্ষা সকলকেই এগিয়ে আসতে হবে।