॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মানিকছড়ি চেকপোস্টের বিপরীত পাশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমার সঞ্চালনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, সহ-সভাপতি হৃদয় বিকাশ, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কার্বারী, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, আলী আজগর, রনি দে, নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পূর্বে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে মূল সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়।