॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি শহরের মানিকছড়িতে অটোরিকশা ব্রেক ফেইল হয়ে চার জন গুরুতর আহত হয়েছে।বুধবার বিকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে অটোরিকশা ব্রেকফেইল হয়ে এই দুর্ঘটনা ঘটে।এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।পরে সেনাবাহিনীর সহায়তায় আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির নাম্বার চট্রগ্রাম-থ ১১-৯৪৮৯।
আহতরা হলেন,মৃত কবির হোসেনের ছেলে মোঃ সেকান্দর(৩০),মোঃ মাবুদের ছেলে রিফাত(২০),মোহাম্মদ আলীর ছেলে মোঃ রুবেল(২২),তালেব আলীর ছেলে মোঃ এরশাদ(২৪)।আহতরা সবাই রাউজানের বাসিন্দা।এরশাদ ব্যাতীত সবাই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
জানা যায়,রাঙামাটিতে ভ্রমন শেষে রাউজানে উদ্যেশে রওনা দেওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পে ব্রেকফেইল হয়ে দুর্ঘটনাটি ঘটে।