॥ স্টাফ রিপোর্টার ॥
মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে ৯২ ভোটে চেয়ার প্রতীকে সভাপতি নির্বাচিত হয়েছেন লোকমান হাকীম। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল হোসেন চৌধুরী (ইকবাল)। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন চৌধুরী (ইকবাল) ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইউছুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে বটগাছ প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম (১০২) এবং দোয়েল পাখি প্রতীকে মো. দানু মিয়া (৮২), সহ-সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীকে মো. আব্দুল হান্নান (৮০), অর্থ সম্পাদক পদে বাঘ প্রতীকে মো. আলমগীর তালুকদার (১০০), কার্যকরী সদস্য পদে কলসি প্রতীকে মো. ইসমাইল (১০৬), প্রজাপতী প্রতীকে মো. কুতুব উদ্দীন (৯৯), চাকা প্রতীকে মো. মামুন (৮৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন- মো. জয়নাল আবেদীন, সদস্য সচিব ছিলেন- মো. জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য- মো. কামাল উদ্দীন, মো. আবুল হোসেন বালি, মো. মহিউদ্দীন পেয়ারু। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থেকে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন।