মান্নাকে দেখতে হাসপাতালে এনডিএ জোট নেতৃবৃন্দ

313

স্টাফ  রিপোর্ট- ২৯ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): গত ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় সম্প্রতি কারামুক্ত নাগরিক ঐক্য’র আহ্বায়ক, জননেতা মাহমুদুর রহমান মান্নাকে দেখতে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সম্মিলিত গণতান্ত্রিক দল (ইউডিপি)’র আহ্বায়ক, গাজী মোস্তাফিজুর রহমানসহ এনডিএ জোট ও বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে যান। নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে তার রোগমুক্তি কামনা করেন। অচিরেই তিনি যেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন, স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় হন সেই আশাবাদ ব্যক্তকরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাজী মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউডিপি’র সদস্য সচিব সাদেকুল ইসলাম চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা মো. আনোয়ার হোসেন, ইউডিপি’র ছাত্র নেতা জোনায়েদ আহমেদ, শ্রমিক নেতা মির্জা সুজনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও গাজী মোস্তাফিজুর রহমানের মাধ্যমে জননেতা মাহমুদুর রহমান মান্নাকে মোবাইল ফোনে শুভেচ্ছা-অভিনন্দন জানান এনডিএ ও বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন আবু ও জাতীয় জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শামসুল করিম সেলিম।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।