স্টাফরিপোর্ট- ৩ জুলাই ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): রাউজানে সপ্তম শ্রেণীর মারমা ছাত্রীকে ধর্ষণের পর পরিকল্পিত ভাবে খুন এবং কাউখালীতে সেটলার বাঙালি মো: শাকিব কর্তৃক দুইসন্তানের জননী মারমা গৃহিণীকে জোর প‚র্বক ধর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএ ফভুক্ত দুইসং গঠন হিলউইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্রপরিষদ (পিসিপি) ঢাকা শাখা।
আজ মঙ্গলবার (১০ জুলাই ২০১৮) বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের প্রধানফটকে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হিলউইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইংজনা মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ ঢাকা অঞ্চলের সংগঠক প্রতীম চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চাকমা ও হিলউইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে খুন-ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এছাড়া পাহাড় থেকে সেনা-সেটলার প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায় সঙ্গত দাবি প‚র্ণস্বায়ত্তশাসন মেনে নেয়ার জন্য ও বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।