॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে শুরু হয়েছে মাসব্যপী কারাতে প্রশিক্ষণ। রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই কারাতে প্রশিক্ষনের শুরু হয়। কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ জসিম উদ্দিন ও আওলাদ হোসেনসহ প্রমুখ।
সূত্রে জানা যায়, জাতীয় কারাতে প্রতিযোগীতায় বান্দরবান জেলার হয়ে অংশগ্রহন করার জন্য জেলার মোট ৩০জন প্রশিক্ষনার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে আর এদের মধ্যে যাচাই বাচাই শেষে ১৮ জনের একটি টিম তৈরি করে আগামী ডিসেম্বর মাসে জাতীয় কারাতে প্রতিযোগীতায় নেয়া হবে।