স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সিনিয়ার শিক্ষক ও এককালের জনপ্রিয় শিক্ষাগুরু মরহুম আলহাজ্ব এ এইচ এম শহীদ উল্যাহর দশম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাহফিল, কাঙ্গালী ভোজ ও তবারক বিতরণের মধ্য দিয়ে রাঙামাটি শহরে ও মরহুমের গ্রামের বাড়িতে এই দিবস পালন করা হয়।
রাঙামাটি সরকারি স্কুলের এই জনপ্রিয় শিক্ষকের মৃত্যুদিন ঘিরে গতকাল বুধবার বাদ জোহর বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায়, বাদ এশা আমানতবাগ এতিমখানায় এবং সকালে মরহুমের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক রাঙামাটির প্রকাশক মো জাহাঙ্গীর কামালের রির্জার্ভমুখস্থ নিজ বাস ভবনে এবং বাদ জোহর রিজার্ভমুখ মসজিদে কোরআন খতম, মিলাদ, দোয়ার মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেমেদ্বীন ও এতিম শিশুরা ছাড়াও মরহুমের ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়রা উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ২৭ জানুয়ারী তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন, তাঁর রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআনের পর বিশেষ মুনাজাত করা হয়।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান