॥ মেহেদী ইমাম ॥
ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (১২ অক্টোবর) সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দিন নূরী, রাঙামাটি জেলা ইমাম সমিতির সভাপতি কারী ওসমান গনী চৌধুরী, ফাউন্ডেশন ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া ও ফিল্ড সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক প্রমূখ।
সভায় বক্তারা হজরত মোহাম্মদ (সাঃ) এর ইসলাম প্রচার, জীবন-আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে অতিথিরা হামদ-নাত, কোরআন তেলাওয়াত এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।