ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কুতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা শেষে মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এফ.ও মোঃ আলী আহসান ভূঁইয়ার সংঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছদর উদ্দির, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নূরুল আমিন। এছাড়াও জেলার ১০(দশ) উপজেলা দায়িত্বশীল এফ.এস এবং বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিথ ছিলেন।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪২ হিজরী উপলক্ষে ১০/১১/২০২০ তারিখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও মহানবী (সাঃ) জীবনী বিষয়ে রচনা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি