মুছা মাতব্বরকে রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ফুলেল শুভেচ্ছা

384

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা পরিষদে ২য় বারের মত সদস্য নির্বাচিত হওয়ায় হাজ্বী মোঃ মুছা মাতব্বরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা। শুক্রবার সন্ধ্যায় জেলা

আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভাপতি শাহাদাৎ হোসেন ও রাসেল তালুকদারের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজ্বী মুছা মাতব্বরকে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এসময় রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শুক্কুর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শরীফ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা শুনীল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হাবিলদার ও রহুলসহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।