মুছা মাতব্বরের রোগমুক্তি কামনায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের দোয়া ও মিলাদ মাহফিল

551

॥ ইকবাল হোসেন ॥

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর ও তার কন্যা সন্তান করোনা আক্রান্ত হওয়াতে তাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে রাঙামাটি জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (০১ জুন) সাকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন তালুকদার, জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ক্বারী ওসমান গনী, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, দীপায়ন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, দপ্তর সম্পাদক মোঃ নুর আলম, অর্থ সম্পাদক পিকুল চাকমা, রাঙামাটি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা (অপ)ু, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল হোসেন রুবেল, সহ সম্পাদক মোঃ জোবায়ের, ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মোমিনুল ইসলাম, মোঃ আইয়ুব, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মোঃ মঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।