মুছা মাতব্বর ও জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবারের রোগমুক্তি কামনায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া

457

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর ও তার কন্যা সন্তান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ।

মঙ্গলবার (০১ জুন) শেখ রাসেল স্মৃতি পাঠাগার ভেদভেদীতে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ ফারুক পিন্টু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দীনসহ ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।